আজ সূর্য উঠেছে নতুন শক্তিতে
পড়ছে শহীদের সমাধিতে
রক্তমাখা হাত মানছেনা বাঁধা
একাত্তরের ইতিহাসে।
জাগো জাগো আজ জাগো
বাঙালী জাগো গর্বিত এই দিনে
ভাগো ভাগো সব তরুণ্যেরা
ভাগো মা মাটির টানে।
চমকে দাও বিশ্বকে আজ
দেখিয়ে দাও পারবোরে
দেখো ছুটছি আমরা রক্ত গরম গায়ে
লক্ষ রেখে বিজয়ে।
সব বাঙালী শক্তি এক হয়ে আজ
যাবে শহীদদের বরণে
কেউ থাকবেনা আর বন্দি ঘরে
কাঁদবেনা আর আড়ালে।
গর্জে উঠবেনা কালো দানবগুলো
তারা ভয়ে আজ আমাদের,
আজ পৃথিবীটা আমাদের
সব সাহস আমাদের
বাংলা ভাষা আমাদের
বাংলাদেশ আমাদের।
জাগো জাগো আজ জাগো
বাঙালী জাগো গর্বিত এইদিনে
ভাগো ভাগো আজ ভাগো
সব তরুণ্যেরা ভাগো মা মাটির টানে।
ফিরে চল মাটির টানে
যে মাটি গায়ে লেগে আছে
পাড়ি জমাবোনা ভিনদেশে
থাকবো মোরা আপনদেশে;
রক্তের টান এক হয়ে
যে মোহনায় গিয়ে মিশে।
যতো অপশক্তি আসবে আসুক
রুখে দাঁড়াবো আমরা সবাই
রেহায় পাবেনা কোনো অত্যাচার
আমরাই আগামির সেরা হতে চাই।