-আমার চারিদিকে মৃত্যুর মিছিল
সুইসাইড নোটের রক্তমাখা পৃষ্ঠা
লেখা ছিল আমার শেষ দেখা
তোমার সাথে হয়নি
তোমার রেখে যাওয়া জলন্ত
স্মৃতি গুলোর সাথে হয়েছিল
-শেষে শুধু বলতে চেয়েছিলাম আমি তোমাকে ভালবাসি
কিন্তু সেই সময় টা আর পেলাম কই
- অন্ধকার কারাগার আর একমুঠো বিষাক্ত বাতাস
আমার সব কেড়ে নিল
আমার আমি টা ছিল তোমার কাছে
আপন করে রেখে দিও
- তোমার তুমি টা কে রাখার যোগ্য ছিলাম না
অযোগ্য আমার নির্বাসন কে রক্তাক্ত করলো
অতঃপর বিদায়
ভাল থেকো তোমারা
উৎসর্গ : কিছু পাগলদেরকে