পৃথিবী ছেয়ে যাক বিরহ কাতরতায়,
ছড়িয়ে যাক মানুষ এর মাঝে,
মহামারীর ন্যায় সংক্রামিত হয়ে
এ বিরহ বিলাস কাটুক আপন সাজে ।
এ ভীষণ বিরহ!
খাঁচায় বন্দী আধমরা পাখি ,
আর তীরে ছিটকে আসা ভাঙা তরী
আপন শূন্য হৃদয় বড় ই বিরহী।
মনভাঙ্গা মানুষ ও তো থেমে নেই
অবুঝ পাগল ও তো কাঁদে
বিরহের ফলা গেঁথে হারিয়ে যায়
বহু দূরে।