যেদিকে চোখ যায়
সেদিকে ছুটে গেলে
কেউ কি আমায় পিছু ডাকবে?
চোখের কোণে
অশ্রু এলে
যত্ন করে মুছে দিবে
কোথাও কোনো হোঁচট খেলে
আপন মনে জড়িয়ে নিবে ?
আমি না হয়
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিবো
সে কি তখন
একটু হলেও
আমার হবে ?
আমার হলে রক্ত দিয়ে
স্রোত বানিয়ে
নৌকা হবো
অবসরে আমায় যদি মনে পড়ে
তোমার চোখের অশ্রু নিবো
অশ্রু নিয়ে নদী হবো
তখন না হয়
ইচ্ছে মত আপন মনে পাড়ি দিও
আমার হলে মরণ হবো
মরণ হয়ে মরে গেলে
দেখা দিও
একবার হলেও আমার হয় ও