পৃথিবীর বিশাল সুনিপুণ মানচিত্র,
ছড়িয়ে আছে জলধারা
কত শহর কত লোকালয়
শান্তি র শেষ আশ্রয় কোথায় ?
নিশাচর জীব কূল শান্তি খুঁজে রাতের আঁধারে
খোলা আকাশেও তো শান্তির শেষ নেই
কেবল মানুষের মাঝে ই অভাব
শত অভিযোগ শত চেষ্টা।
শান্তি কামনায় অপচেষ্টা
পৃথিবী কী তাহলে বৃথা ?
এ বৃক্ষরাজি বিশাল জলধারা,
উন্মুক্ত আকাশ জুড়ে তীব্র হাহাকার
শান্তি র শেষ আশ্রয় টুকু কোথায় ?