মানুষ ভুলে যায়,
বলেই তো বেঁচে আছে,
স্মৃতির পাতা উল্টে গেলেও,
যন্ত্রণা তবু চুপ করে আছে।
ভুলে গেলে তবেই চলে,
নইলে পথ থেমে যায়,
বেদনাগুলো আঁকড়ে রাখলে,
নতুন ভোরও আসতে চায়?
তবু কিছু ব্যথা রয়ে যায়,
হারানো দিনের গভীরে,
ভুলতে চাইলেও ফিরে আসে,
স্মৃতির ছায়া অবিরামে।
©ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।