যদি আরেকটি মুহূর্ত থাকতো,
তবে কি তুমি ফেলে যেতে?
কীভাবে পারলে চোখের আড়াল হয়ে
ছয়টি মাস পেরিয়ে যেতে,
যেন আমি কিছুই নই—
শুধু এক মুঠো ভাঙা স্মৃতি?

সন্ধ্যার আলোয় এখনও দাঁড়িয়ে থাকি,
আমাদের শেষ কথাগুলো
হাওয়ায় মিলিয়ে যায়,
তুমি কি একবারও শুনতে পাও?

হাত বাড়ালেই কি ছুঁতে পারবো
সেই উষ্ণতা, সেই গভীর চাওয়া?
নাকি আমার আঙুলের ফাঁক গলে
তোমার অস্তিত্বও
বালির মতো ঝরে পড়েছে?

জানালার পাশে চুপচাপ বসে থাকি,
বাতাসে তোমার গন্ধ খুঁজি,
স্মৃতির সুর তুলে
একাকী ভেঙে পড়ি।

বলো,
ভুলে গেলে?
নাকি আমিই একা রয়ে গেলাম,
ভুলে যেতে না পেরে?



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।