আর কতটা ভালোবাসলে,
বাস্তবে তোমায় পাওয়া যায়?
আর কত রাত নির্ঘুম কেটে গেলে,
তোমার ছোঁয়া ফিরে আসে?

কতটা কান্না ঢেলে দিলে,
আকাশ ভেঙে তুমি নেমে আসবে?
কতটা দুঃখ জমলে বুকে,
তুমি একবার বলবে, "ফিরে এসেছি"?

আমি জোছনার আলোয় পথ হারাই,
তোমার ছায়া খুঁজি প্রতিটা মোড়ে,
তারাগুলোকে জিজ্ঞেস করি,
"সে কি আমায় একটুও মনে করে?"

বৃষ্টি নামলে মনে হয়,
আমার কান্নার কথাই বলে যাচ্ছে,
অভিমানী বাতাসও বুঝি জানে,
তুমি ছাড়া আমায় কিছুই রাখে না বেঁচে।

ভালোবাসার এই নিরব হিসেব,
আমি কিছুতেই মেলাতে পারি না,
চোখের জল, একলা রাত,
তবু তুমি বুঝতে চাও না!

হয়তো এ প্রেমের নিয়তি এটাই,
হয়তো তোমার ফেরার পথ বন্ধ চিরতরে,
তবু আমি অপেক্ষায় থাকব,
তোমার নামে হৃদয় জ্বালিয়ে রেখে!

তবু প্রশ্ন রয়েই যায়—
আর কতটা ভালোবাসলে,
বাস্তবে তোমায় পাওয়া যায়?



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।