তোমার নামে সব উৎসর্গ হোক,
প্রেম, বিরহ, সুখের ছোঁক।
যত অভিমান, যত কান্না,
তোমার নামেই দিলাম টানা।
তোমার নামে পুড়িয়ে দিলাম,
সব গ্লানি, সব অভিশাপ।
যে পথ ধরে হেঁটেছিলাম,
আজ সে পথেই জ্বলুক প্রত্যাশা।
তোমার নামে ভেঙে দিলাম,
স্মৃতির সব পুরোনো দ্বার।
যে আশাগুলো বেঁধেছিলাম,
আজ তা শুধুই ছাইয়ের পাহাড়।
তোমার নামে সব ঘৃণা থাক,
যে নাম নিয়ে কেঁদেছি বহু রাত।
তবু শেষ শপথ একটাই জানি,
ভালোবাসার কাছে ঘৃণার পরাজয়ই মানি।
© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।