তোমার চোখে হারিয়ে গিয়ে,
শান্তির ছোঁয়া পেয়েছিলাম,
বিশ্বজুড়ে খুঁজেও দেখি,
সেই প্রশান্তি পাইনি আর।
নিভৃত রাতে জোছনা নামে,
তবুও মনের আঁধার ঘন,
তোমার চোখের এক ফোঁটা আলো,
ছিল একান্ত আশ্রয়জন।
আজও সন্ধ্যা নামলে চেয়ে থাকি,
অপরিচিত নক্ষত্রের পানে,
তোমার চোখের ভাষা যেন,
সান্ত্বনার ছোঁয়া হয়ে টানে।
©ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।