সে কি তোর চিঠি পড়ে,
এক মনে গভীর রাতে?
কাঁপা হাতে ছুঁয়ে দেখে,
শেষ লেখা সেই কথাতে?

সে কি চোখ ভিজিয়ে ফেলে,
তোর অক্ষরের ভাঁজে?
প্রতিটি শব্দ বুকের গভীরে,
জ্বালিয়ে তোলে দুঃখের সাজে?

সে কি কাঁপে, তোর গন্ধ পেলে,
পুরনো কাগজের কোণে?
মলিন কালিতে রয়ে গেছে,
ভালোবাসার শেষ বাঁধনে।

সে কি সত্যিই পড়ে অনুভবে,
নাকি নিঃশব্দে ছিঁড়ে ফেলে?
সে কি রেখেছে হৃদয় মাঝে,
নাকি স্মৃতিকে মুছে চলে?




© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।