রাস্তার ধুলো মেখে,
লাল-সবুজ আলোয় দাঁড়িয়ে,
সেই বৃদ্ধা মহিলার হাতে থাকে—
কিছু টুকরো স্বপ্নের ফল,
কখনো শাক-সবজি,
কখনো বুনো ফুলের মায়া।
ওপাশে, ছোট ছোট পায়ে,
কোনো শিশুর চোখে লুকিয়ে থাকে
কিছু টুকরো রঙিন স্বপ্ন,
যা বিকিয়ে দেয় এক মুঠো পেন,
কিংবা ছোট্ট খেলনার মলিন হাসি।
তোমার হয়তো প্রয়োজন নেই,
কিন্তু ওদের কাছে এই বিক্রির টুকরো স্বপ্নগুলো—
এক চিলতে ভাতের নিশ্চয়তা,
একটি রাতের ছাদের স্বস্তি।
বৃদ্ধা মহিলাটি হয়তো বিশ্রাম নিত ঘরে,
যদি অর্থের অভাবে এই ছুটোছুটি না থাকত।
সেই শিশুরা হয়তো বই নিয়ে ছুটত স্কুলে,
স্বপ্ন দেখত সমাজ পাল্টানোর।
তাই বলি, দরকার না থাকলেও—
ওদের কাছ থেকে কিনে নিও,
একটা পেন, একটা ফুল, কিংবা স্বপ্নের সামান্য রং,
তুমি হয়তো বুঝবে না,
কিন্তু ওদের জীবনে তুমি জ্বালালে—
এক চিলতে আলো।
© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।