রোজার মাস এলো ফিরে,
স্নিগ্ধ নূরের স্রোত।
সংযম, ধৈর্য, প্রেম-ভালোবাসা,
আনে হৃদয়ে জোৎ।
সুবহে সাদিক ডাক দেয় বুকে,
সেহরির আশায় জাগি।
আল্লাহর পথে চলি,
গুনাহ মুছে লাঘি।
দিনভর তৃষ্ণা, ক্ষুধার জ্বালা,
তবু হৃদয় খুশি।
আল্লাহর প্রেমে মনটা ভরে,
মিলে প্রশান্তি রাশি।
মাগরিব বেলা এলো অবশেষে,
ইফতারের দাওয়াত।
তাসবিহ হাতে দোয়া করি,
পাই রহমতের বারাত।
লাইলাতুল কদর আনে আশায়,
হাজার রাতের মান।
গুনাহ মোচন, দ্বীনের আলো,
আল্লাহর দান অগণন।
রোজার শেষে আসে ঈদের খুশি,
সবার মুখে হাসি।
সংযম রেখে শিখি জীবন,
হৃদয় যে তাসবি বাঁধি।
© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।