শুনেছিলাম, সৌন্দর্য প্রথমে ছোঁয় চোখ,
কিন্তু তোকে দেখে প্রথম ভালোবেসেছিল মন।
কোনো রঙিন মায়াজাল নয়,
তোর সহজতা, তোর নিঃশব্দ ভাষা—
সে এক অদ্ভুত টান,
যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি।

তোকে দেখে কখনোই মনে হয়নি
তোর রূপটাই সবচেয়ে দামি,
বরং তোর নিস্পাপ হাসি,
তোর সরলতায় মোড়ানো প্রতিটা কথা
আমার হৃদয়ের গহীনে রেখে গেছে চিহ্ন।

সময় বদলেছে,
তোর আমার দূরত্ব হয়তো বেড়েছে,
কিন্তু প্রথম দিনটার স্পর্শ এখনো রয়ে গেছে—
সেই মুহূর্তটা আজও বেঁচে আছে আমার ভেতরে,
একটি নামহীন অনুভূতি হয়ে…



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।