দুরন্ত বেগে সেই ঢেউ,
আছড়ে পড়ে আমার বুকে,
উন্মত্ত সাগরের কান্না যেন,
বিষাদ মাখা শব্দের দুঃখে।

বাতাসে ভাসে হারানোর সুর,
নোনা জলে মিশে যায় ব্যথা,
ঢেউয়ের স্পর্শে জেগে ওঠে,
স্মৃতির গভীর এক দীর্ঘ ব্যথা।

তুমি কি শুনতে পাও সেই সুর?
যে ঢেউ গুনগুনিয়ে ডাকে তোমায়,
আমি তো শুধু বালির মতো,
তোমার প্রতীক্ষায় পড়ে রয়।

তবু ঢেউ আসে, তবু যায়,
তোমার ছোঁয়া দেয় না আমায়,
আমি শুধু বুক পেতে থাকি,
অপ্রাপ্তির নোনা জলে হারাই।



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।