রজনীগন্ধা এখনো ফোটে,
তবে তার গন্ধে নেই সেই স্পর্শের স্নিগ্ধতা।
কপালের টিপের রঙ ম্লান হয়েছে,
হারিয়ে গেছে তার পুরোনো দীপ্ততা।
চকোলেটের মোড়ক খুললেই
ঝিলিক দেয় তোমার হাসির উজ্জ্বলতা,
সবুজ কাঁচের বলের ভেতর
আজও খুঁজি ফেলে যাওয়া স্মৃতির আভাস।
খোপায় গুঁজে রাখা ফুল শুকিয়ে গেছে,
ঠিক যেমন নিভে গেছে তোমার উপস্থিতির উষ্ণতা।
হাতে বোনা টুপিটা আজও আগলে রাখে,
কিন্তু তার উষ্ণতাও আজ শীতল বিস্মৃতির মতো।
তোমার রান্নার সুগন্ধ মিশে আছে
সময়ের নিরব বাতাসে,
কাটা আমের স্বাদ আজও মনে করায়
সেই মমতার স্পর্শ, যা আর ফিরে আসে না।
তুমি যা যা রেখে গেলে,
সবই আজও জীবন্ত আমার আশেপাশে,
শুধু তুমি নেই—
আর এই শূন্যতা প্রতিদিন নতুন করে আমাকে গ্রাস করে।
© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।