যতবার তোমায় ভোলার চেষ্টা করেছি,
ততবার আরও গভীরে ডুবে গেছি,
তোমার স্মৃতির অতল সাগরে,
যেখান থেকে ফেরার পথ নেই আমার।

ভেবেছিলাম সময় মুছে দেবে সব,
কিন্তু প্রতিটি মুহূর্তে তোমার ছায়া,
আলো-অন্ধকারের মতো জড়িয়ে থাকে,
একটুও দম নিতে দেয় না।

শব্দহীন রাতে চুপচাপ বসে থাকি,
মনে হয়, বাতাসেও লুকিয়ে আছে তোমার কণ্ঠ,
তোমার ছোঁয়া, তোমার ভালোবাসা,
যা আজও বুকের ভিতর তীব্র ব্যথার মতো বাজে।

ভুলতে চেয়েছি, পারিনি,
কারণ তুমি হারিয়ে যাওনি,
তুমি আছো— স্মৃতির প্রতিটি কোণায়,
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে…


© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।