খুব গভীরেই পুড়েছি আমি,
তোমায় ভুলতে গিয়ে,
নিজেকেই ভুলে গেছি শেষমেশ,
স্মৃতির ধুলোয় ঢেকে নিয়ে।
কিন্তু যদি হঠাৎ একদিন,
তোমায় ফিরে পাই,
তবে আর কিছুই চাই না,
এই পৃথিবীর কোনো মায়া নাই।
বিলাস, খ্যাতি, রঙিন স্বপ্ন—
সবই আমার কাছে তুচ্ছ,
তোমার একটুখানি উপস্থিতি
আমার সমগ্র জীবন যথেষ্ট।
তাই হারিয়েও তুমি আছো,
ভুলে গিয়েও তোমায় মনে পড়ে,
পৃথিবীর সব মায়া ছাড়িয়ে
শুধুই তুমি থাকো অন্তরের গভীরে!
© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।