তোমার স্মৃতি প্রতি মুহূর্তে,
আমায় ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে।
শ্বাস নিতে গেলেই যন্ত্রণা বাজে,
হারানোর ব্যথা হৃদয়ে সাজে।
নিঃশব্দ রাতে কান্না ভাসে,
তোমার ছায়া চোখে আসে।
কেন এতটা গভীর ক্ষত,
তোমার অভাবেই হৃদয় জড়ত?
স্মৃতিগুলো কি কখনো মুছে যায়?
নাকি বয়ে চলে দুঃখের ধ্রুব স্রোত?
তুমি নেই, তবু তুমিই সব,
তোমার অভাবেই মন যেন রুদ্ধ।
আমি পালাতে চাই অতীত ভুলে,
কিন্তু স্মৃতিগুলো আঘাত হানে!
তবু একদিন থামবে এই ব্যথা,
নাকি আজীবন জ্বলবে প্রেমের চিতা?
© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।