নিকোটিন, মোরফিন, হিরোইন,
তুই-ই কি সুখ, তুই-ই কি ঋণ?
শরীর জ্বলে, মনটা কাঁদে,
তবু তোরই টানে বাঁধে।

এক ফোঁটা সুখ, এক সাগর ব্যথা,
তুই দিলি স্বপ্ন, তুই নিলি পথটা!
মিথ্যা আশার রঙিন খেলায়,
আমায় ফাঁসালি ধোঁয়ার জালায়।

মা ডাকে, বাবা কাঁদে,
প্রেমের মানুষ পাশে বাঁধে,
তবু আমি, নিঃস্ব আমি,
তোরই পথে ধেয়ে নামি!

আলো দেখি, আঁধার পাই,
বাঁচতে চাই, পারি না ভাই!
হাত বাড়িয়ে কে নিবে টান?
নেশা ছেড়ে দেবো প্রাণ!

নিকোটিন, মোরফিন, হিরোইন,
তোরই তরে নিঃশেষ আমি।
তবু যদি ফিরে পাই,
জীবন আমায় ডাকবে ভাই!


© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।