তুমি সেই কাঁটার গোলাপ,
যার রূপে মুগ্ধতা, স্পর্শে অভিশাপ।
দূর থেকে যেন স্বপ্নের আলো,
কাছে এলেই রক্তিম জ্বালা।

তোমার সৌরভে মন হারাই,
তবু যন্ত্রণার আগুন জ্বলে,
একটি ছোঁয়ায় হৃদয় ক্ষতবিক্ষত,
তবু ভালোবাসি নিঃশব্দ কলে।

তোমার ছায়ায় আশ্রয় খুঁজি,
শীতল ছোঁয়া খুঁজে ফিরি,
কিন্তু জানি, তুমি শুধু ছলনা,
সুখের মাঝে লুকিয়ে বিষাদ নদী।

তবু কেনো টানে তোমার ডাকে?
কেনো হৃদয় ফেরাতে চায় না?
তুমি যদি কেবল ব্যথাই দাও,
তবে কেনো ভালোবাসি বারবার?


© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।