কিছু স্বপ্ন কল্পনাতেই সত্যি,
বাস্তবের রঙে মেলে না গতি।
চোখ বুজলেই আঁকি যে ছবি,
হৃদয়ের মাঝে থাকে অম্লান রবি।
বাতাসে ভাসে ফিসফাস কিছু,
অধরা স্বপ্নের নীরব পিছু।
ছুঁতে গেলে মিলিয়ে যায়,
তবু বুকে রেখে যায় গভীর দাগ।
কিছু ভালোবাসা মনের ভেতরে,
স্পর্শহীন, তবু জাগে প্রত্যহ স্মরণে।
স্মৃতির পাতায় লেখা কিছু কথা,
যা বাস্তবে রয়ে যায় কেবলই ব্যথা।
তবু আমি স্বপ্ন বুনি,
কল্পনায় তাকে ছুঁয়ে থাকি।
কারণ কিছু স্বপ্ন কল্পনাতেই সত্যি,
বাস্তব চাইলেও দিতে পারে না গতি।
©ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।