হৃদয় জ্বলেছে যতটা তোমার,
          আমি ঠিক ততটাই পুড়তে চাই।
শিখার মাঝে হারিয়ে যেতে,
           তোমার স্পর্শে ছাই হতে চাই।

তুমি যে আগুন, আমি সেই বাতাস,
            ছড়িয়ে দিই প্রেমের উচ্ছ্বাস।
জ্বলতে জ্বলতে নিভে গেলে একদিন,
             থাকবে শুধু স্মৃতির বিশ্বাস।

চাই না নিভিয়ে দিও সে আঁচ,
         রাখো আমাকে তোমার পাশে,
যতক্ষণ প্রেমের শিখা জ্বলে,
        জানি, আমি ততক্ষণ আছি বেঁচে।



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।