তুমি চাইলেই জীবনটা হতো সুন্দর,
  তবু কেন এলে না কাছে, প্রিয়?
ভালোবাসার রঙে রাঙাতে চেয়েছিলাম,
   কেন তুমি দূরে রইলে নিরব?

চাঁদের আলোয় স্বপ্ন বুনি,
তুমি আছো, এই ভেবে ভুলে থাকি।
কেন আমার প্রেম ছুঁলো না তোমায় ?
কেন ফাগুন এলো, নিয়ে আসলো না তোমায় ?

যদি একটুও থাকত ভালবাসা,
    হয়তো পথটা বদলাতো আজ,
তবু তুমি রইলে এক নির্জন ছায়া,
  আমার হৃদয়ে কেবল রয়ে গেল সাজ।

কেন প্রিয়, আমার দিকে চেয়ে,
   একটিবার বললে না "আছি"?
আমি আজও তোমার পথ চেয়ে,
   ভালোবাসার প্রতীক্ষায় বাঁচি।



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।