হয়তো আবার কখনো দেখা হবে,
কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায়,
তুমি হেঁটে যাবে পরিচিত পথে,
আমি থাকবো ছায়ার প্রান্তায়।

হয়তো চোখে চোখ পড়বে হঠাৎ,
অভিমানী দৃষ্টির আড়ালে,
শব্দহীন প্রশ্ন জমে থাকবে,
হারানো দিনের কাঠগড়ায়।

হয়তো বাতাসে ভেসে আসবে,
স্মৃতির কোনো পুরনো সুর,
তুমি কি তখন থমকে যাবে?
নাকি হাঁটবে গন্তব্যের দূর?

হয়তো আমরা আবার পাবো,
অতীতের কোনো অপূর্ণ সন্ধি,
নয়তো কেবল ছুঁয়ে যাবো,
দুই শূন্যতার পথের বাঁধি।



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।