সন্ধ্যার আকাশে নীরব আলোর রেখা,
ঈদের বারতা আনল সাফল্যের দেখা।
রমজানের সাধনা শেষের পথে,
সিয়ামের পূর্ণতা ঈদের তরে।

চোখে চোখে চাঁদের সন্ধান,
শাওয়ালের আগমন আনন্দের প্রমাণ।
তাকবিরে মুখরিত হয় দিগন্ত,
“আল্লাহু আকবার” ধ্বনিতে অনুরণিত।

পবিত্র রাতে প্রশান্তির পরশ,
চাঁদের আলোয় খুশির আদর্শ।
ভোরের শোভায় ঈদের আয়োজন,
ভ্রাতৃত্বে ভাসে হৃদয়ের অনুরণন।

গরিব-দুঃখী, ধনী-দরিদ্র একসাথে,
ঈদের আনন্দ ভাগাভাগি সবার সাথে।
শান্তি, সৌহার্দ্য আর কল্যাণের গান,
ঈদের চাঁদে উঠে মানবতার আহ্বান।

ঈদের আলোয় মিলুক নতুন দিগন্ত,
ভালোবাসা আর ঐক্যে গড়ুক শান্তির বন্দর।
চাঁদের আভায় যাক দুঃখের স্মৃতি,
সুখ-শান্তিতে ভরে উঠুক প্রতিটি জীবনকৃতি।


© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।