যদি সময়ের স্রোত ফেরানো যেত,
যদি ফিরে যেতাম অতীতে,
অগণিত ধনবান, সফল মানুষ
যদি আসত প্রেমের প্রস্তাবে।

বিলাস, প্রতিপত্তি, সুখের জীবন—
সব যদি থাকত হাতের মুঠোয়,
তবু আমি বারবার ফিরে যেতাম
শুধুই তোমার কাছে, একই পথের মোড়ে।

রূপের মোহ, সম্পদের জৌলুস,
আমার আকাঙ্ক্ষার অতীত,
তোমার স্পর্শের উষ্ণতাই
আমার শান্তির চূড়ান্ত গীত।

জন্মে জন্মে, যুগে যুগে,
ভালোবাসার একটাই ঠিকানা,
মৃত্যুর পরও, চিরকাল,
শুধুই তোমার হাতে আমার ঠাঁই।


© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।