খোলা জানালার ফাঁক দিয়ে তুমিও কি
ওই একই আকাশের দিকে চেয়ে আছো?
যে আকাশ আমি এখন দেখছি—
ক্লান্ত চোখে, তবুও আশার আলো নিয়ে।
দক্ষিণের নরম হাওয়ায় জানালার পর্দা
আলতো করে উড়ে যায়,
আর আমি দেখি—
চাঁদের আলোয় মোড়া এক অপূর্ব স্বপ্ন।

তুমিও কি সেই সৌন্দর্যে ডুবে গেছো?
আমার মতোই কি চাঁদের আলোয়
তোমার মনও কেঁপে উঠছে?
নাকি নিঃশব্দ রাতের সেই আলোয়
তুমি আমার কথা ভাবছো?
হয়তো তোমার হৃদয়ও জুড়ে আছে
আমার মতোই অসমাপ্ত কিছু স্বপ্ন নিয়ে।

তুমি কি জানো?
এই নিস্তব্ধ রাতের প্রতিটি আলো
আমার চোখে এনে দেয় তোমার ছায়া।
আমি তোমাকেই খুঁজি
চাঁদের আলোর প্রতিটি কণায়,
আর ভাবি—
তুমি কি এখনো আমাকে ঠিক ততটাই মনে করো,
যতটা আমি তোমাকে মনে রেখেছি?




© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।