তোমার চোখের নোনাবৃষ্টি,
প্রতি মুহূর্তে আমার বুকে সৃষ্টি,
দগদগে ক্ষতের অসহনীয় ব্যথা,
যার কোনো ওষুধ নেই, নেই কোনো ছাতা।
তোমার প্রতিটি অশ্রুর ধারা,
আমার হৃদয়ে বাজে কান্নার সুরে,
দুচোখ বুঁজলেও দেখি তোমাকে,
বেদনার আগুনে পুড়ে পুড়ে।
শব্দহীন রাতের নিস্তব্ধতায়,
তোমার অভিমান আমায় গিলে খায়,
তুমি দূরে, তবু এত কাছে,
তোমার যন্ত্রণা আমায় ছুঁয়ে যায়।
আমি কি পারি সব ভুলে যেতে?
নাকি আজীবন পোড়াবো নিজেকে?
তোমার কান্নার প্রতিটি বিন্দু,
আমার বুকেই জ্বলে চিরদিন নিঃশব্দে।
© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।