এক শহরে দুজন থাকে,
         তবু দূরত্ব এক আলোবর্ষ,
চোখে চোখ পড়ে,
        তবু স্পর্শের অধিকার নেই এক বিন্দু বর্ষ।

পৃথিবী চায় সূর্যের ছোঁয়া,
            দগ্ধ হোক তবু একবার,
যেমন নদী ছুটে যায় সাগরে,
            বিলীন হতে নিরন্তর।

সূর্যও বোঝে,
          পৃথিবী তার আলোয় বাঁচে,
তবু কেন এত শাসন,
          এতটা নিষ্ঠুর নিয়মের বাঁধনে আঁটে?

পৃথিবী কাঁদে,
          জোছনায় মুখ লুকিয়ে,
তবু অভিমানের ছায়ায়—
          ভালোবাসা নিভে যায় চুপিসারে।

আলো এসে ছুঁয়ে দেয়,
            তবু আঁচ পেতে নেই অনুমতি,
দূরত্বই বেঁধে দেয়—
            ভালোবাসার নিষিদ্ধ পরিধি।

যদি একদিন সব নিয়ম ভেঙে,
               সূর্য নেমে আসে,
পৃথিবীর বুকে আগুন জ্বলে,
               নিঃশেষ হয়ে যায় সে হারিয়ে।

তবু সে প্রতীক্ষায় থাকে, জেনে—
           একদিন পুড়ে সব ছাইও যদি হয়,
তবু একবার ছুঁতে পারলেই,
            সে তৃপ্তি নিয়ে মরেও যেতে চায়।



© ওয়ারিসা নুসরাত, 2025। সকল স্বত্ব সংরক্ষিত।