শিশিরের ফোঁটা হয়ে তোমায় ভেজাব বলে,
কত রাত যে বিনিদ্র কাটিয়েছি!
প্রতি সন্ধ্যায় শিশিরের কণা হয়ে,
উন্মুখ হয়েছি তোমার এতটুকু স্পর্শ পেতে।
তোমার জানালার ফাঁক গলে বাতাসে ভেসে,
মিশে যেতে চেয়েছি তোমার অস্তিত্বে।
নিজেকে হারাতে চেয়েছি বহুবার,
তোমার শুধাময় উষ্ণতার আলিঙ্গনে।
খুব কাছাকাছি গিয়েও থমকে গেছি,
তোমার মায়াবী ঘুম ভাঙ্গাব না বলে।
ঘুমন্ত তোমার পানে চেয়ে থেকে,
অজস্র বিষাদের রাত ভোর হয়ে গেছে।
অপরুপ তোমার রুপে বিভোর হয়ে,
পড়ে রয়েছি জন্মান্তরের প্রতীক্ষায়।
শিশিরের ফোঁটা হয়ে আজও আমি অপেক্ষায়,
শুধু তোমায় ভেজাব বলে।
৯-১-১৫.