কাব্যগ্রন্থঃ সহস্রাব্দের বটতলে।

উৎসর্গঃ ফেলানি

সীমান্তের কাঁটাতার,বিরানভূমি,
সচরাচর চোখে পড়ে,
নাকে লাগে বুলেট পোড়া গন্ধ।
প্রায়ই দম আটকে আসে,
যেন বাতাসে অক্সিজেন কম।
পুরো এলাকে জুড়ে স্তব্ধতা হাহাকার করে,
চিৎকার করে বালুকার মাঠ।
একটা চাপা আতঙ্কে কাটে সময়,
কখন যে ছুটে আসে বুলেট?
কেড়ে নেয় আরও কয়েকটি প্রান;
মাটিতে লেগে থাকা রক্তের ছোপ,
যেগুলো শুকিয়ে গিয়েছিল;
হঠাৎ তাজা হয়ে ওঠে,
কালচে থেকে আবারো হোয়ে ওঠে লাল।
বিদেহী আত্নারা জেগে ওঠে,
শুরু করে আর্তনাদ।
বিক্ষোভ মিছিল করতে করতে,
সীমান্তে জড়ো হয়।
কাঁটাতারের পাশে মানব বন্ধন করে,
চিৎকার করে বিচারের দাবিতে;
আত্নাকন্ঠ কাঁটাতার পেরোয় না,
পৌছায় না ওপাশের হায়েনার কানে।
এপাশেও যেন সব ঘুমন্ত;
হায়েনার গর্জনে আজও কেপে ওঠে সীমান্ত,
কেপে ওঠে শত শত বুক,
তবু অগ্রপথিকেরা মুখ বুজে কেন?
২-৯-১২.