ব্যস্ত শহরে রাত আসে,
ঝিমিয়ে পড়ে নগরির কোলাহল।
দূরন্ত বেগে ছুটে চলা প্রহর,
হঠাৎই থমকে যায়।
চির চেনা শহরটা বদলায়,
ধারন করে অচেনা রূপ;
ঘরে ফিরে ক্লান্ত পথিক,
পথ ফিরে পায় শূন্যতা।
শুকনো পাতার সঙ্গী হয়ে,
পরে থাকে পথের ধুলোগুলো।
তাতে মমতায় মাথা গুজে,
কিছু ছিন্নমূল প্রাণ;
ক্রমাগত রাত বাড়ে,
চারিদিকে অমানিশা গ্রাস করে।
হু হু করে বয়ে যায়,
স্তব্ধতার বিদঘুটে বাতাস।
প্রহরির আচমকা হুইসেলে,
ঘুম খুঁজে নিশাচর প্রাণগুলো।
৪-১২-১৪.