নীলাঞ্জনা তোমার কাছে বেশি কিছু চাইনি,
শুধু চলার পথে তোমায় পাশে পেতে চেয়েছিলাম,
শুধু তোমার সান্নিধ্য পেতে চেয়েছিলাম।
তুমি যদি একটু পাশে থাকতে,
আমার জীবন সার্থক হত,
অপূর্ন আমি পেতাম পূর্নতা।
যদি একবার আমার হাতে তোমার হাতটি রাখতে,
বুজে যেতো আমার চোখ।
তোমার ভালোবাসায় সিক্ত হয়ে,
ঘোর লেগে যেতো আমার মনে।
ঘোর লাগা মুহূর্তটাকে থমকে দিতাম,
স্তব্দ করে দিতাম প্রহর,
থামিয়ে দিতাম ঘড়ির কাটা।
ঘোরের মাঝে কাটিয়ে দিতাম হাজার আলোক বর্ষ,শত জনম;
নীলাঞ্জনা আমি সত্যিই আর কিছু চাইনা,
শুধু আমার পাশে থেকো।
জানি কখনোই তোমাকে নিজের করে পাওয়া হবে না,
পাওয়া হবে না তোমার হাতের ছোওয়া,
লাগবেনা ঘোর আমার মনে,তাতে কি?
আমার ভালোবাসা থেমে যাবার নয়,
শেষ হয়ে যাবার নয়,
এ যে অন্তহীন ভালোবাসা।
১২-১০-১৪.