ছোট থেকে করেছ আমাকে বড়,
এমন আপনজন হয় না তো কারো।
যখনই কর তুমি আমাকে আদর,
তুষিত এই মন ভরে যায় মোর।
তোমার মত এমন মায়াবী স্নেহ,
করতে পারেনা পৃথিবীর আর কেহ।
আমার জন্য তোমার যত মায়া,
যেন সবুজ পাতার শ্যামল ছায়া।
যখন কর তুমি আমায় মমতা,
ভুলে যাই আমি সকল দুঃখ ব্যথা।
যখনই আমার কোনো বিপদ আসে,
সারাক্ষন থাক তুমি আমার পাশে।
যখনই আমার কোনো অসুখ হয়,
তুমি থাক পাশে,আমি পাই না তো ভয়।
এমন করে কর তুমি আমারই যতন,
মরেও মরিনা আমি,ফিরে যায় মরন!
তুমি যে আমার সকল কাজে সাফল্যের আশা,
প্রতি মুহূর্তে আমাকে ঘিরে,তোমার ভালোবাসা।
তোমাকে ছেড়ে যাই যখন অনেক দূরে,
থাকতে পারিনা আমি,তাইতো আসি ফিরে।
মনে পড়ে যায় তোমার কথা,
বুকের মাঝে শুরু হয়ে যায় ব্যথা।
প্রতিটি মুহূর্ত আমাকে কষ্ট দেয়,কাঁদায়,
মনে হয় তুমি ডাকছ,আয় কোলেতে আয়।
তোমার জন্য মনটা আমার কেমন ছটফট করে,
প্রানটা আমার ভেতরে ভেতরে,ধুঁকে ধুঁকে মরে।
তোমাকে ছেড়ে কখনই যাব না,
তুমি যে আমার প্রানপ্রিয় মা।
নিঃস্বার্থ ভাবে কষ্ট করে তুমি খেটেছ এতটা দিন,
হাজার বছর খেটেও শোধ করতে পারব না এমন ঋন।
৩১-৫-০৮.