গগনের লাল সূর্যটা মিলায়েছে দূরে,
পাখিরা বরন করছে সন্ধ্যা,গান গেয়ে সুরে।
আলোটা আধার হয়ে বদলাচ্ছে রুপ,
প্রকৃতিটা ক্রমেই হয়ে যাচ্ছে নিশ্চুপ।
পাখিরা ফিরে যাচ্ছে যার যার নীড়ে,
মেঘরাও আকাশ বাড়িতে যাচ্ছে ফিরে।
সূর্যের লাল বর্নটা যেন মেঘ পাহাড়ের লাভা,
সৃষ্টি হয়েছে আলো আধারের এক মনোরম আভা।
আধারের বুক চিরে বেরিয়েছে চাঁদের অস্ফুট আলো,
দূর করে দিয়ে আকাশের আধার কালো।
সারা আকাশ জুড়ে বসেছে তারার মেলা,
পাতার ফাকে ফাকে জোনাকিরা করছে খেলা।
ধীরে ধীরে বাড়ছে আকাশের কালো,
আধার যতই বাড়ুক নত নয় চাঁদের আলো।
২৪-০৭-০৮.