কাব্যগ্রন্থঃ স্বপ্নে যখন তুমি
আষাঢ় দিনে বাদল বিনে,
কেমনে বল কাটাই রাত?
জ্বলিয়া আলো ফাটিয়া আকাশ,
নামিল শেষে বজ্রপাত।
ছুটিয়া বাতাস উঠিয়া তুফান,
আসিলো এক পাগলা ঝড়।
ছুটিয়া মানুষ বাচাইয়া প্রান,
ছাড়িল আপন ঘর।
মানুষের লাগি দরদে আমার,
বুকে উঠিল ব্যাথা।
তাহার মাঝে আঘাত হানিল,
কত স্মৃতি কত কথা।
ছোট্ট বেলায় এমনই ঝরে,
হারাইয়াছিলাম বাপ।
জানিনা কি দ্বোষ ছিল আমার,
কি করেছিলাম পাপ?
কাজ হতে ফেরার পথে,
গায়ে পড়িয়াছিল বাজ।
হাত পা আমার কাঁপিয়া ওঠে,
ভাব্তে গেলেও আজ।
বাপ যে ছিল সবচেয়ে আপন,
মোর জীবনের আলো।
তোমার কাছে আকুতি খোদা,
তারে রাখিও তুমি ভালো।
-২০১০