সারাদিন ঘোড়াঘুড়ি,
তারপর উড়াউড়ি,
ছুটে চলা সীমাহীন প্রান্তর।
তারপর ক্লান্তির অবসানে,
দিনের শেষভাগে,
খুজে পাওয়া ফের নিজের আপন ঘর।
এত ঘোড়াঘুড়ি এত উড়াউড়ি,
সবই বেঁচে থাকার জন্য,
পেটের তাগিদে জীবিকার টানে।
সবাই পাগলপাড়া হয়ে,
ছুটছে নিজের মত,
কেউ উদ্দেশ্যহীন কেউ বামে কেউ ডানে।
-২৪-১০-০৯.