সবাই যখন চলে যাবে,
বসে থাকব আমি একা।
কেউ থাকবে না এই দিগন্তে,
কেউ করবে না দেখা।
একা বসে বসে আমি শুনব গান,
শুনব পাখির কলরব।
অনড় হয়ে থাকবে প্রকৃতি,
চুপচাপ থাকবে সব।
তখন থাকবে না কোনো মারামারি,
থাকবে না হাহাকার।
বাতাসের সাথে মিশে যাবো,
প্রকৃতিতে হয়ে যাব একাকার।
২৯-০৩-০৮