মেঘ দেখে মনে হয় পাখি হয়ে উড়ে যাই,
উড়ে ঐ আকাশের বুকেতে নিজেকে হারাই।
গাছ দেখে মনে হয় হই গোলাপ ফুল,
ফুল হয়ে সাজাই কোন এক রমনীর চুল।
ফুল দেখে মনে হয় হই তার ঘ্রান,
সেই ঘ্রান নিয়ে ভরে যাক সবার প্রান।
সূর্য দেখে মনে হয় হই তার আলো,
সেই আলো দেখে ভোরে লাগুক কারো ভালো।
চাঁদ দেখে মনে হয় হই তার জোছনা,
জোছনা হয়ে বলি তারে গ্লানী সব মোছনা।
আকাশ দেখে মনে হয় হই তার তারা,
তারা হয়ে ছুটে যাই হয়ে খুশিতে আত্বহারা।
১০-৯-১০.