একটা কবিতা লিখেছিলাম,জীবনের কবিতা।
লিখেছিলাম জীবনের ধারাভাষ্য,জীবনের বর্ননা।
লিখেছিলাম জীবনের সংগা,জীবন কাকে বলে?
লিখেছিলাম জীবনের সংগ্রাম;জীবন কিভাবে চলে?
লিখেছিলাম জীবনের যুদ্ধ,সংঘর্ষ।
লিখেছিলাম জীবনের উন্নতি,অবনতি।
লিখেছিলাম জীবনের সূচনা,জীবন আরম্ভের
অনেক কথা।জীবনের মাঝ পথে ঘটে যাওয়া
অনেক ঘটনা;জীবনের সমাপ্তি।জীবনের
এমন কিছু ছিলনা যা লেখিনি।জীবনের
দিন থেকে রাত সব লিখেছিলাম।
কবিতাটা হারিয়ে গেছে খাতার স্তুপে;
হয়্তো সেই কবিতা রাস্তায় পরে আছে,
হাজারো পায়ের নিচে।জীবনের মানে
তারা বোঝেনি,জীবনকে পায়ের নিচে
চাপা দিয়েছে।তারা জানেনি জীবন
কাকে বলে?আজ ও আমি জীবনের মানে
খুজে বেড়াই;সেই হাজারো মানুষের,
পায়ের নিচে।আজ আবার জীবনের কবিতা
লিখতে চাই।কিন্তু লিখতে পারিনা;সেই
হারানো কবিতাও খুজে পাই না।শুধু
হতাশ হয়ে জীবন কাটাই।
০৯-০৫-১০