কবি আসলে কারা?কবিতা লিখলেই কি কবি হওয়া যায়?যারা মনের অনুভূতি গুলো খুব সুন্দরভাবে লিখে প্রকাশ করতে পারেন,একের পর এক নান্দনিক শব্দ সাজিয়ে তৈরি করতে পারেন চমৎকার কথামালা তারাই আসলে কবি।কবিতা লিখলেই কবি হওয়া যায়।কারন,কিছু বাক্য সাজিয়ে লিখে ফেললেই কবিতা হয়ে যায় না।লেখায় পদ্যের বৈশিষ্ট্য থাকতে হয়।সহজ ভাবে বলতে পারি,একজন পাঠক যদি পড়ে বুঝতে পারে সেটা পদ্য,তবেই সেটা কবিতা।যে কেউ চাইলেই কবিতা লিখতে পারে না।সুতরাং যারা কবিতা লিখে,তারাই কবি।
এখন আসি কষ্টের প্রসঙ্গে।শুধুমাত্র বাহ্যিক কোনো আঘাত বা ব্যাথার নামই কষ্ট না।মানসিক আঘাত বা ব্যাথাও কষ্ট।মানুষ তার জীবদ্দশায় মানসিক কষ্টই বেশি পেয়ে থাকে।বলা যায় অধিকাংশ মানুষই তাদের জীবনের একটা বড় অংশ সীমাহিন কষ্টে কাটায়।কবিরাও এর ব্যতিক্রম না।বরং বলা যায়,কষ্ট ছাড়া কবি হওয়া যায় না।তাই কবিরা সেই কষ্ট কবিতায় দারুন ভাবে ফুটিয়ে তুলতে পারেন।আর তাই বোধহয় কষ্ট ও কবিদের পিছু ছাড়ে না।তাতে কবিরা মোটেও বিচলিত হয় না।কবিরা সাদরে বরন করে কষ্টকে।কবি এবং কষ্টের মাঝে গড়ে উঠে নিবিড় ঘনিষ্ঠতা।কবি এবং কষ্ট যেন একে অপরের প্রতিবিম্ব।
-মোঃ ওয়ালিউল ইসলাম সাকিব।