পৃথিবী চায়...
আমি ক্ষমা চাই। বারবার ক্ষমা চাই।
এতো বর্ষাতে পৃথিবীটা শৈবালে ঢেকে গেছে
এখন কিছু শুদ্ধজল আমার কাছে
পৃথিবী চায়
আমি ক্ষমা চাই। বারবার ক্ষমা চাই।
বৃষ্টির লোনাজলে ভরে গেছে ঘাট-মাঠ
বন্দরগুলো তলিয়ে গেছে বর্ষাতে আজ।
প্রতিটি বর্ষাকে মনে যায় ঘৃণ্য লাভা।
মনোহর পৃথিবী মনোহত হয়ে হাত পাতে
ভিক্ষা মাগে একরাশ স্নিগ্ধ জলছিটা।
আমি বর্ষাতে নদীর তীর ধরে হেঁটেছি
বৈকালি রাখালেরে বলেছি মনের কথা
খাল-ডোবা-পুকুর, জাল-খালই তুলে
সন্ধান কারেছি এক ফোঁটা শুদ্ধ জল।
আকাশে মেঘের ঘনঘটা যখন
হৃদয়ে ঘন্টা বাজায়
ফরিয়াদ জপি শাহদ্বারে-
বেলা ডোবে নতুন ভোরে মুষল ধারায়
বর্ষা আসুক।
দিনমান ভিজে ভিজে গোসল দেবো
অশুদ্ধ পৃথিবীকে।
“বর্ষার আয়োজন”