হয়নি পড়া একটি ছড়া,
হয়নি আঁকা একটি ছবি,
হয়নি গাওয়া একটি গান,
হয়নি লেখা একটি কবিতা,
হয়নি শেষ একটি প্রবন্ধ।
তবুও চলে গেছে অনেক সময়,
সময়তো যাবেই চলে।
হয়নি পূরণ অনেক স্বপ্ন,
তবুও দেখি নতুন স্বপ্ন,
সিগারেটের ধোয়ার মত হয়েছে জীবন।
সিগারেট শেষ হলে হাতে থাকবে ছাই,
জীবন শেষ হয়ে গেলে থাকবেনা যে কিছুই।
তবুও একটার পর একটা স্বপ্ন যাই দেখে,
কারণ স্বপ্নই মানুষকে বাচিয়ে রাখে।