তোমার রেখে যাওয়া আমি যে আর আমি নেই,
অজানা এক হিংস্রতা আমায় গ্রাস করেছে।
কবিতার ছন্দে ভালবাসার আলিঙ্গনে
যে আমি জড়িয়ে ছিলাম তোমাতে, শাড়ির
তেরো হাত জমিনে- সে ভালবাসায় আমার স্থান নেই।
আমার স্থান শুধু কামুক পুরুষত্বে।
অবহেলায় ঝরে পড়া দু'একটি বকুল, মাড়িয়ে এসেছি।
নির্লজ্জ ভালবাসার শ্বাসরোধ করে হত্যা করেছি
কামনাহীন বাসনা গুলো কে ময়লার স্তুপে ছুঁড়ে দিয়েছি,
কামুক পুরুষ হতে পারিনি তাই ভালবাসার স্তুতি ছেড়ে দিয়েছি।
কাঠগোলাপের গন্ধ আমায় মাতাল করেনা,
উদাস দুপুরে, কারো চুলের ঘ্রান নেয়ার বাসনা জাগেনা
হঠাৎ কাছে টেনে, অধরে তার চুম্বন লেপে দিতে স্বাধ জাগেনা।
চাওয়া পাওয়া গুলো নাম না জানা আত্নগ্লানি তে ভুগছে।
পোড়া বারুদের গন্ধ আমায় উন্মাদ করে না।
ধর্মের নামে ধর্ম হত্যা আমায় ভাবায় না-
অসম্প্রদায়িকতার নামে উৎসবের ব্যবচ্ছেদ
প্রশ্ন করে না আমায়।
ভুখা-নাঙ্গা ভিক্ষারী আমার মানবতা কে জাগিয়ে দেয়না।
বাগদাদ বা আফগানদের চোখের পানি -
সিরিয়া বা আফ্রিকার ক্ষুধার্ত শিশুর হাতছানি,
মর্টার বা আকাশ থেকে ছুড়ে দেয়া কোন বোমা
আমার চিন্তাকে জাগ্রত করতে পারেনা।
লিবিয়ার পথে পুতে রাখা মাইনে
আমার চিন্তা গুলো ছিন্নভিন্ন হয় না,
রক্ত আর আগুন জ্বালে না।
নির্ঘুম প্রতিটি রাত আমার সাথে আর কথা বলে না,
গল্পে মাতে না দূর আকাশের তারকারাজি।
অন্ধকারে ফেরার হয়ে ভাবনা গুলো ধাক্কা খায়,
কংক্রিটের দেয়ালে। শেষ রাতে ঝুলে থাকে সিলিংয়ে।