এসো মিলি প্রাণে প্রাণে,
সুর হারানো গোপন গানে।
হাত মেলাব সবার সনে,
সুখ স্বপনের গহীন টানে।
ভাসাই নওল রঙের ভেলা
বটতলাতে মিলবে মেলা,
সবে মিলি করব খেলা
ফিরব ঘরে ডুবলে বেলা।
পরকে করি আপন মোরা
আপন সবাই, একটি জোড়া
আকাশ পানে মুক্ত ওড়া
অসম্ভবের বাঁধন তোড়া।
মিলব আবার বন্ধুরা সব,
হৃদ মাঝারে কিসের অভাব?
কাছের দূরের ঘুচবে তফাৎ,
আয় না তোরা সব।
হারাই আবার স্মৃতির পাতায়, হাঁকি বন্ধু রব।