আমি, তুমি ও আমরা
একটু করে কাছে আসার ছলনায়
দূরে সরে যাই, নিয়ত।
আমি, তুমি ও আমরা,
বন্ধনমুক্ত হবার আশে, ততোধিক নিবিড়তায়
লভি বাঁধভাঙা যৌবন, উদ্ধত।
তুমি, তুমি, তোমরা,
আরো একটু আলগা করে নাও,
দায়বদ্ধতার চিরায়ত রীতি।
তুমি, তুমি, তোমরা,
বিষাক্ত নগর সমাজ, বিদগ্ধ বিবেকে,
দায় নেবার গ্রন্থিবদ্ধ ভীতি।
তিনি সে ও তাহারা
তাহাদেরই দেখে আমাদের মাঝে
নিজস্ব ভাঙা আয়নায়।
আমি, তুমি, আমরা
নিজেকে গড়ি পরের তরে
অদৃশ্য অমোঘ বায়নায়।
আমি ও আমরা
তুমি ও তোমরা
সে ও তাহারা
একই একঘেঁয়ে সুর বাঁধি,
আজও ছিন্ন বিণার দেহে,
কোন সে ভুলে বাঁধি আজও ঘর
মরা যৌবন মোহে।
সবে মিলে ভুলে বসবাস
ভবিষ্যত নাম্নী মরা গ্রহে।