নিজেকে নিজের মাঝে হারালাম।
বহুক্রোশ চলে পথ, একটুকু দাঁড়ালাম।
যা কিছু পেয়েছি হেথা, নিজ নহে কিছু তা,
আপন খুশির তরে অপূর্ন কবিতা ।।
যা পেয়েছি পথ মাঝে, কুড়িয়েছি দু’হাতে,
থামিয়েছি তরী, কভু এলে ঝড় সে রাতে।
ভক্তের ভালবাসা, আর পাওয়া সমাদর
অবহেলা, আঘাতে, নেমেছে ভরা ভাদর।
মুক্ত বিহঙ্গ, নিয়ে শুধু আর্তি
অকাল বোধন আজ, ওপাড়ের যাত্রী।
ডেকো নাকো পিছু আর, সায়াহ্ন পথিকে,
চিরকাল অবহেলে, আমারই এ আমিকে।
ভালবেসে যাকে কভূ নাহি দিলে প্রসাদী
তারে কেন স্মরিবে গো, অনন্ত অনাদি?
বিদায়ের আগক্ষণে রচিও না জয়রথ,
মরণোত্তর ফুলে, নাহি ঢেকো মোর পথ।
না দিও প্রণাম তব, নহে গুরু প্রণতি;
ভক্তের পদতলে, সবিনয় আকুতি।
কবি নহি, ওগো আমি, লিপিকার ক্ষুদ্র
বিদায় অস্তাচল, সমূখে সমুদ্র।