জলের ধারে গিয়েছিলাম
শেষ বিকেলের ছায়ায়,
দীঘল কালো চুল ছড়িয়ে
তুমি হারাও মায়ায় ।
রাজহংসের ডানায় এলো
হঠাৎ সুখের বাতাস,
শ্যামা মেয়ের চপল চোখে
দুষ্টু প্রেমের আভাস।
।।
সখির রূপে ডেকেছিল
ব্যাকুল নদীর পানে,
শেষ বিকেলের আলোয় রাঙা
অবাক সাঁঝের টানে।
তোমায় আমায় মিলিয়ে দিলেম
শেষ বিকেলের আলোয়
মনের আঁধার ঘনিয়ে এলো
কাজল চোখের কালোয়।
।।
মুঠোয় পোরা রঙিন স্বপন
আচল জুড়ে মেঘ,
কাটছে সময় স্বপন ঘোরে
জীবন নিরুদ্বেগ।