শব্দেরা রঙের আবদার মেনে নিয়েছে
ট্রাফিক সিগনালের লাল সবুজে
অথবা রংধনুর মায়াবী আবেশ
প্রেমিকার তলপেটের ব্যথার মতো
হৃদয়ে ধোঁয়াটে আগুনের উৎসমুখ
সমুদ্র- ঢেউয়ের উত্তাল যৌবন যখন
অযত্নে উষ্ণতা মুছি একখণ্ড তেরঙ্গায়
মাধ্যাকর্ষণের টানে নুয়ে যায় আঙুলের ছাপ
আমার প্রিয় অণুশহরের পোয়াতি নর্দমায়
থেমে যায় কোমল-দেহী শামুকের দল
নগ্ন গোয়েন্দারা শুয়ে থাকে গোলাপের ডালে
কিছু মানুষ তখন পথের দৈর্ঘ্যে নয় প্রস্থ ধরে হাঁটে।
------------------
শিলচর
২৯|০৬|২০১৫
© জুয়েল